আইপিএলে ‘ডাক’ মেরে ইতিহাস গড়লেন কার্তিক

61

লজ্জার রেকর্ড। তবে ইতিহাস তো লেখা থাকবেই। আইপিএলের ইতিহাসে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলে আউট) মেরেছেন কার্তিক। আইপিএলের ইতিহাসে এ নিয়ে ১৭ বার শূন্য রানে আউট হলেন তিনি। যা কিনা কোনো ব্যাটারের রেকর্ড। ২২১ ইনিংসে ১৭টি শূন্য মেরেছেন কার্তিক। রোহিত আছেন এই লজ্জার রেকর্ডে দ্বিতীয় স্থানে। তবে ১৬ বার শূন্য রানে আউট হওয়া মুম্বাই অধিনায়ক খেলেছেন ২৩৫ ইনিংস।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মনদীপ সিং। তিনি মাত্র ৯৮ ইনিংস খেলে করেছেন ১৫টি ডাক। এছাড়াও এই তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মনিশ পান্ডে, আম্বাতি রাইডুর মতন ব্যাটাররা।