অ্যারিজোনার ইতিহাসে বাইডেন, ইলেক্টোরাল কলেজ বেড়ে ২৯০

92

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশিত হল অ্যারিজোনা রাজ্যের ফলাফল। তাতে বিজয়ী জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভোটের পার্থক্য সাড়ে ১১ হাজারের মতো। এই রাজ্যে জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

১৯৫০ সালের পর থেকে মার্কিন নির্বাচনের ইতিহাসে এই রাজ্যে দ্বিতীয়বার কোনও ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হলেন। এর আগে ১৯৯৬ সালে বিল ক্লিনটন তার দ্বিতীয় মেয়াদে এই রাজ্যে প্রথম ডেমোক্র্যাট হিসেবে জয় পান।

এদিকে অ্যারিজোনায় জয়ের ফলে সেখানকার ১১টি ইলেক্টোরাল ভোটের সবগুলোই গেছে বাইডেনের ঝুলিতে। এতে বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট বেড়ে দাঁড়াল ২৯০। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ২১৭ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

এখনও নর্থ ক্যারোলাইনায় বাকি ফল প্রকাশ, জর্জিয়ায় স্বল্প ব্যবধান থাকায় চলছে পুনঃগণনা। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭০টি ভোটের যা, এরইমধ্যে নিশ্চিত করেছেন বাইডেন।