অ্যাপল-গুগলকে ট্রাম্পের হুঁশিয়ারি!

201

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সকালে দেশটির প্রধান দুই প্রযুক্তি কোম্পানি অ্যাপল এবং গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। পৃথক দুটি টুইট বার্তায় দুই বৃহত্তম প্রযুক্তি সংস্থার প্রতি তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্পের প্রথম টার্গেট ছিল গুগল। চীনের সঙ্গে অনুমিত সম্পর্কের বিষয়ে গুগলের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগের প্রস্তাবিত তদন্তের ঘোষণার প্রেক্ষিতেই তিনি নতুন এই বিবৃতি দিলেন। এই টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে গুগলের সম্পর্কের বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নাও হতে পারে। তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব। আমি আন্তরিকভাবে আশা করি উদ্বেগজনক কিছু পাওয়া যাবে না।’ এর আগে এই মাসের শুরুর দিকে উদ্যোক্তা এবং ট্রাম্পের উপদেষ্টা পিটার থিয়েল দাবি করেছিলেন, গুগলে চীন সরকারের এজেন্টদের অনুপ্রবেশ ঘটে থাকতে পারে। তবে গুগল সেই দাবিকে অস্বীকার করেছিল। কোম্পানিটি সে সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছিল যে, তারা চীনা সামরিক বাহিনীর সঙ্গে কোনো কাজ করছে না। গুগলকে টুইট করার ছয় মিনিট পরে অ্যাপলকে নিয়ে আলাদা আরেকটি টুইট করেন ট্রাম্প। সেখানে তিনি ঘোষণা করেন, অ্যাপলকে চীনে তৈরি ম্যাক প্রো বাজারজাতকরণের জন্য তার সরকার কোনো ট্যারিফ ছাড় বা প্রণোদনা দিবে না। কিন্তু অ্যাপল যদি এই ডিভাইসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করে তবে তাদেরকে কোনো শুল্ক দিতে হবে না। জুনের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া হিসেবেই এই বিবৃতি দিলেন ট্রাম্প যেখানে অ্যাপল ঘোষণা দিয়েছিল যে, কোম্পানিটি চীনের কারখানায় তাদের ডেস্কটপ কম্পিউটার উৎপাদন চালিয়ে যাবে। শুরুতে ম্যাক প্রো কম্পিউটার উৎপাদনে টেক্সাসের একটি কারখানা ব্যবহার করলেও পরবর্তী উৎপাদনের জন্য সাংহাইয়ের কারাখানা বেছে নেয় অ্যাপল।

সূত্র: টেকক্রাঞ্চ