অ্যাপলের নিজস্ব টিভি অনুষ্ঠান

328

শুরু হয়েছে অ্যাপলের নিজস্ব টেলিভিশন সিরিজ দেখানোর যাত্রা। প্রথম অনুষ্ঠান হবে অ্যাপ ডেভেলপাররা কীভাবে তাদের ধারণা সবার কাছে নিয়ে আসেন তা নিয়ে। প্লানেট অফ দ্য অ্যাপস নামের ১০ পর্বের এই অনুষ্ঠানটির কোনো স্ক্রিপ্ট নেই। অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবায় নতুন গ্রাহক টানতে বিশেষ ভিডিও প্রোগ্রামিং যোগ করার চেষ্টার অংশ হিসেবে এই অনুষ্ঠান দেখানো হচ্ছে। প্রথম পর্বটি গ্রিনিচ মান সময় ভোর ৪ টায় (ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় রাত ৯টা যা সেখানে প্রাইম টাইম বলে বিবেচিত) বিশ্বব্যাপী সম্প্রচার করা হবে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। আইটিউন্স আর অনুষ্ঠানের ওয়েবসাইটে প্রথম পর্বটি বিনামূল্যে প্রচার করা হবে। পরবর্তী পর্বগুলো প্রতি মঙ্গলবার অ্যাপল মিউজিকে প্রচার করা হবে ও তা শুধু স্ট্রিমিং সেবার গ্রাহকরা দেখতে পাবেন। এই অনুষ্ঠানে ডেভেলপাররা এক মিনিটের বক্তব্যের মাধ্যমে সেলিব্রিটি মেন্টরদের আকর্ষণের চেষ্টা করেন। উপদেষ্টারা প্রতিযোগীদের তাদের পণ্য তৈরি ও স্ন্যাপচ্যাতের প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান লাইটস্পিড ভেনচার পার্টনারস-এর কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টায় সহায়তা করেন। এক সাক্ষাৎকারে অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার ও সেবাবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ বলেন, প্রশ্ন হচ্ছে আপনার কাছে যখন কোনো ধারণা আছে তখন কীভাবে তা সার্থক করবেন? মাঝেমধ্যে হয়তো আপনি জানেন না কীভাবে, এর সঙ্গে কী জড়িত তা নিয়ে আপনি ভীত থাকতে পারেন। এখানে আসলেই দেখানো হবে যে এটি কীভাবে সম্ভব। অ্যাপলের ভবিষ্যতের অনুষ্ঠান পরিকল্পনায় কমেডিয়ান জেমস করডেন-এর কারপুল কারাওকে আনার কথাও রয়েছে, যা চলতি বছর অগাস্ট থেকে সম্প্রচার শুর” হবে। সেই সঙ্গে জুনে মার্কিন সঙ্গীতশিল্পী শন কম্বস আর কয়েক মাসের মধ্যে পাঁচটি গ্র্যামি আওয়ার্ড জয়ী মার্কিন সঙ্গীত প্রযোজক ক্লিভ ডেভিস-কে নিয়ে ডকুমেন্টরি প্রচার করা হবে, বলেন কিউ। সঙ্গীতশিল্পী উইল.আই.অ্যাম আর প্রযোজন বেন সিলভারম্যান প্লানেট অফ দ্য অ্যাপস বানিয়েছেন। অ্যাপলের কাছে আসার আগে তারা টিভি প্রতিষ্ঠানগুলোর কাছেও এই সিরিজ বিক্রি করেছিলেন। উইল.আই.অ্যাম এই অনুষ্ঠানে একজন বিচারক হিসেবে থাকছেন, তার সঙ্গে থাকছেন উদ্যোক্তা গ্যারি ভেয়নারচাক, অভিনেত্রী গুয়েনেথ প্যালট্রো আর জেসিকা অ্যালবা। অ্যালবা বলেন, অ্যাপ নির্মাতা আর ব্যবসায়ীরা শুধু সুট বা সাদা জামা পরা লোকই নন, এমনটা দেখাতে এটি একটি চমৎকার উপায়। অ্যাপল-এর ওয়েবসাট অ্যাপল ডটকম-এর হোমপেইজ, আইটইউন্স আর অন্যান্য জায়গায় এই অনুষ্ঠানের প্রচারণা চালানো হবে।