অ্যাডিলেডে হারের প্রহর গুনছে ইংল্যান্ড

পার্থ ও ব্রিসবেন টেস্টে ব্যর্থতার পর অ্যাডিলেডকে অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখেছিল ইংল্যান্ড। তবে তৃতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছে না ইংলিশ ব্যাটিং লাইনআপ। ছোট ছোট জুটি গড়লেও সেগুলো বড় করতে ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা।

দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২১৩ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে তারা এখনও পিছিয়ে রয়েছে ১৫৮ রানে। আজ দিনের শুরুতে প্রথম সেশনে আরও ৪৫ রান যোগ করেই অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৭১ রান। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নেন সর্বোচ্চ পাঁচ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে কামিন্সের বলে ৯ রান করে ক্রলি ফিরতেই বিপর্যয় নামে ইংল্যান্ডের ইনিংসে। মাত্র এক রানের ব্যবধানে ওলি পোপ (৩) ও বেন ডাকেটকে (১৯) ফিরিয়ে নাথান লায়ন ছাড়িয়ে যান গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন এই অফ স্পিনার। ৪২ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

এরপর জো রুট ও হ্যারি ব্রুকের জুটিতে আসে ২৯ রান। তবে ১৯ রান করা রুট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৭১ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস যোগ করেন ৫৬ রান। ক্যামেরন গ্রিন ৪৫ রান করা ব্রুককে ফিরিয়ে দিলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১২৭/৫।

স্টোকস ও জেমি স্মিথ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ২২ রান করা স্মিথকে কামিন্স আউট করলে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর দ্রুত উইল জ্যাকস (৬) ও ব্রাইডন কার্স (০) ফিরলে স্কোর দাঁড়ায় ১৬৮/৮। দুটি উইকেটই নেন স্কট বোল্যান্ড।

শেষদিকে জোফরা আর্চারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন বেন স্টোকস। অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। স্টোকস ১৫১ বলে ৪৫ রান করে অপরাজিত আছেন। আর্চার ওয়ানডে মেজাজে ৪ চারে ৪৮ বলে ৩০ রান করে অপরাজিত। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দিনে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। স্কট বোল্যান্ড ও নাথান লায়ন নেন দুটি করে উইকেট, আর একটি উইকেট পান ক্যামেরন গ্রিন।