Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ক্রিকেটে স্লেজিংয়ের অবসান চান

ক্রিকেট থেকে স্লেজিংয়ের অবসান চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। মঙ্গলবার তিনি বলেছেন, ‘এটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’। অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিং কা-ে বিশ্বব্যাপী টালমাটাল পরিস্থিতিতে খেলাটির স্বচ্ছ ভাবমুর্তি ফিরিয়ে আনতে হবে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান সিরিজের তৃতীয় টেস্টে অসি অধিনায়ক স্টিভ স্মিথের পরিকল্পনায় বলের আবয়ব পরিবর্তনের মাধ্যমে সুবিধা আদায়ের প্রচেষ্টা ধরা পড়ার ঘটনাটি ‘গোটা অসি ক্রিকেটকেই আহত করেছে’। অচিরেই এ বিষয়ে তদন্তু শুরু করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি দাবী জানান প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবারের মধ্যে এ বিষয়ে সর্বশেষ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে অসি ক্রিকেটের পরিচালনা সংস্থা।
টার্নবুল বলেন, ‘কর্তৃপক্ষের এখন উচিত স্লেজিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। প্রতিদ্বন্দ্বি দুই দলকেই মৌখিকভাবে একে অপরের মু-ুপাত বন্ধ করতে হবে। ক্রিকেটকে ফের ক্রীড়ার রোল মডেলে পরিণত করতে হলে এটি করতেই হবে। স্লেজিংয়ের চর্চা বন্ধ করতে হলে এর বিরুদ্ধে জোড়ালো ব্যবস্থা নিতে হবে বলে আমি মনে করি।’

Exit mobile version