অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে থাকব আমরাই : তামিম

476

দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটাও ড্র করেছিল মুশফিকুর রহিমের দল। সবকিছু ঠিক থাকলে আগামি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল বলেছেন, নিজেদের কন্ডিশনে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশই এগিয়ে থাকবে। কাউন্টিতে এসেক্স ঈগলসের জার্সিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে গতকাল সকালে ঢাকা ছাড়ার আগে এমনটা বলেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বে স্থবির হয়ে আছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে গেছে। আগামি ১৮ আগস্ট ঢাকায় আসার কথা স্টিভেন স্মিথ বাহিনীর। বিসিবি আশাবাদী জটিলতা কাটিয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তামিমের দৃষ্টিতে র‌্যাংকিঙয়ের তিন নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটা আকর্ষণীয় হবে। গতকাল সাড়ে ১০টার ফ্লাইটে স্ব-পরিবারে ইংল্যান্ড যাওয়ার আগে এ ওপেনার বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ আকর্ষণীয় হবে। যেহেতু আমরা ঘরের মাঠে খেলবো তাই তাদের চেয়ে আমরাই এগিয়ে থাকব।’ অতীতে টেস্ট ক্রিকেটে চারবার মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে সবক’টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব সম্পর্কে ভাবতে চাইছেন না তামিম। বরং নিজেদের প্রস্তুতিতেই মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেছেন, ‘সব জায়গাতেই কিছু সমস্যা রয়েছে। এসবের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা সেটাই করতে পারি যেটা আমাদের করা উচিত। আমাদের উচিত নিজেদের প্রস্তুতির উপরই ফোকাস করা।’ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই এসেক্সে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম। টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও ৯৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন এ বাংলাদেশি ব্যাটসম্যান। দেশে ফিরে খেলতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। বিসিবিও ছাড়পত্র দিয়েছে। ফ্লাইট জটিলতায় একদিন পিছিয়েছিল তামিমের ইংল্যান্ড যাত্রা। প্রাথমিকভাবে নয়টি হলেও এখন অবশ্য আটটি ম্যাচ খেলতে পারবেন তিনি। আজই এসেক্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামতে পারেন তামিম। বাংলাদেশ সময় রাত আট টায় কেন্টের মুখোমুখি হবে এসেক্স। কেন্টের মাঠ বেকেনহ্যামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১, ২ ও স্টার স্পোর্টস এইচডি-১,২। কিছুদিন আগেই ইংল্যান্ডে খেলে আসায় কন্ডিশন সমস্যা হবে না বলেই মনে করেন তামিম। তিনি বলেন, আমি ভালো ক্রিকেট খেলেছি। আমি জানি না আমি কি করবো। কিন্তু দল আমার কাছে যা চাইবে তা পূরণ করতে চেষ্টা করব। যেহেতু সেখানে এক মাস খেলবো, আমি অভিজ্ঞতা অর্জন করতে পারব। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত খেলার ছাড়পত্র পেয়েছেন তামিম। কাউন্টি থেকে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্যও পর্যাপ্ত সময় পাবেন আশা এ বাঁহাতির। তিনি বলেন, ‘যখন আমি কাউন্টিতে খেলে দেশে ফিরব তখনও অস্ট্রেলিয়া সিরিজের নিজেকে প্রস্তুত করতে আমার হাতে অনেক সময় থাকবে। এদিকে আগামি নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার ঝালমির মালিক এ টুর্নামেন্টে একটি দল কিনছেন। পিএসএলে এই দলেই খেলেন তামিম। পেশোয়ার ঝালমির মালিক বাংলাদেশি এ ব্যাটসম্যানকে খেলার আমন্ত্রণ জানিয়েছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। কিন্তু একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর অনুষ্ঠিত হবে বলে তামিম সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।