অস্ট্রেলিয়ায় ৫০০ বছর আগের ভারত থেকে চুরি হওয়া শিবমূর্তি

428

‘নটরাজ শিব’ বলে পরিচিত ৫০০ বছরের পুরনো একটি মূর্তি অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ৪৮ বছর আগে তামিলনাড়ু থেকে চুরি হয়েছিল মূর্তিটি । উদ্ধারের পর মূর্তিটি অস্ট্রেলিয়ার আর্ট গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার শিল্প গ্যালারিতে থাকা হিন্দু দেবতা শিবের ৫০০ বছরের পুরোনো মূর্তিটি ভারত থেকে চুরি করা বলে নিশ্চিত হওয়া গেছে। ষোড়শ শতাব্দীর নটরাজ শিবের মূর্তিটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আর্ট গ্যালারি অব সাউথ অস্ট্রেলিয়ায় (এজিএসএ) রয়েছে। এটি দক্ষিণ তামিলনাড়ুর নেল্লাইয়ের একটি মন্দির থেকে ১৯৭০ সালে চুরি হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। ওই সময় চোর তালা ভেঙে এটিসহ চারটি মূর্তি চুরি করে। ১৯৭০ সালে চুরি হলেও ১৯৮২ সালের আগ পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। অভিযোগের পর পুলিশি তদন্তে চুরির সঙ্গে কে বা কারা জড়িত, তা শনাক্ত করা যায়নি। অস্ট্রেলিয়ার আর্ট গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, এটাই যে চুরি হওয়া সেই মূর্তি, তা ২০১৬ সালে কর্তৃপক্ষ প্রথম নিশ্চিত হয়। এরপর থেকে আর্ট গ্যালারির এশীয় কিউরেটরের অধীনে এ নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছিল। পরবর্তী পদক্ষেপ হিসেবে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে। মূর্তিটি ফিরিয়ে দেওয়ার ব্যাপার নিয়েও আলোচনা হবে। মূর্তিটি ৭৬ সেমি, ওজন ১০০ কেজি। ২০০১ সালে দাতা তহবিল থেকে ৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়ে কেনা হয়েছিল।