অস্ট্রেলিয়ার হয়ে আর কখনও সেঞ্চুরি করতে পারব না ভেবেছিলাম’

112

নির্বাসন পর্ব কাটিয়ে ফের অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট ধরেছেন ডেভিড ওয়ার্নার। আর ব্যাট ধরে ফের সফল তিনি। গত বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিও পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের ঝড়ো ১০৭ রান অস্ট্রেলিয়াকে ম্যাচে এগিয়ে থাকতে অনেকটাই সাহায্য করেছে। যদিও ভারতের সঙ্গে ম্যাচে ওয়ার্নারের বল নষ্ট করার প্রবণতা নিয়েও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকী নিজের ব্যাটে চিপ ব্যবহার নিয়েও একের পর এক প্রশ্নবাণ এসেছিল এই ব্যাটসম্যানের কোর্টে। সেই ওয়ার্নারই সেঞ্চুরির পর যেন আরও প্রাণবন্ত। যে মুহূর্তে সেঞ্চুরি হাঁকালেন, সেই মুহূর্তেই দৌড়ে এসে প্রাণোচ্ছ্বল ভঙ্গিমায় হেলমেট খুলে দর্শকদের দিকে ব্যাট দেখালেন। আর ম্যাচ শেষে বললেন, ‘নির্বাসনে থাকাকালীন মনে হয়েছিল যেন অস্ট্রেলিয়ার হয়ে জীবনে আর কখনও সেঞ্চুরি করতে পারব না। আর সেই চিন্তাটাই আমাকে সব সময়ে ফিট থাকতে সাহায্য করেছে। ‘