অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেট দল

130

সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট একাদশকে হারিয়েছেন বাংলাদেশ দল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের হামিলটনে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারান বাংলাদেশ দলের আইনজীবী খেলোয়াড়রা। ম্যাচে ৭১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট একাদশের ইমরান। এর আগে গত সোম ও মঙ্গলবার শ্রীলঙ্কা ও কমনওয়েলথ ল’ইয়ার্স ক্রিকেট একাদশকে হারায় বাংলাদেশ দল।

বাংলাদেশ ল’লইয়ার্স ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল মুখার্জি ও একরামুল হক টুটুল। ম‌্যানেজার হিসেবে আছেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।

নিউজিল্যান্ডের হ্যামিলটন শহর থেকে সহ-অধিনায়ক একরামুল হক টুটুল জানান, ২০১৫ ও ১৭ সালেও ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে আমরা অংশ নিয়েছিলাম। তখন জয় পাইনি। এবারই বিশ্বকাপে পর পর তিন ম্যাচে আমরা জয় পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের।

ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করেছে। এ বিশ্বকাপে অংশ নিয়েছে আটটি দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপের সমাপ্তি হবে।

এর আগে ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে, ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।