রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

অর্থবছর পরিবর্তনের কথা ভাবছে সরকার : অর্থমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে জুলাই থেকে জুন মাস পর্যন্ত সময় ধরে অর্থবছর হিসাব করা হয়। তবে সরকার এই অর্থবছর পরিবর্তনের কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য সরকারের সামনে দুটি প্রস্তাবনা রয়েছে। একটি এপ্রিল থেকে মার্চ এবং আরেকটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। তবে বেশিরভাগ মত ডিসেম্বর থেকে জানুয়ারির পক্ষে বলেও জানান অর্থমন্ত্রী। এর আগে, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তারা অর্থমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের মানুষ ডিসেম্বর থেকে জানুয়ারি-এ সময়টাকেই আর্থিক লেনদেনের সময়কাল হিসেবে বিবেচনা করে। এজন্য রাষ্ট্রীয়ভাবেও এই সময়টাকে অর্থবছর হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। জবাবে অর্থমন্ত্রী জানান, অর্থবছর পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে যা কিছু করা হবে, চিন্তাভাবনা করেই করা হবে।