অর্জিত সম্পদ হারাতে পারে মেধা সম্পদ কখনও হারায় না : স্পিকার

482

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-২৪ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন-“উন্নয়নের সফলতা তখনই অনুভব করা যায়, মানুষ যখন তা অনুভব করে”। অর্জিত ধন-সম্পদ হারাতে পারে কিন্তু মেধা ও জ্ঞান সম্পদ মানুষ কখনও হারায় না। তিনি বলেন-্“এসএসএসি শিক্ষা জীবনের প্রথম ধাপ। জ্ঞান ভান্ডারে পৌছুতে হলে শিক্ষা জীবনের আরও অনেক গন্ডি পেরুতে হবে। গতকাল শনিবার দুপুরে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজমাঠে রংপুর জেলা বঙ্গমাতা পরিষদের উদ্যোগে আয়োজিত এসএসসি ও সমপর্যায়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন-এই এলাকার সুষম উন্নয়ন পরিকল্পনা নিয়ে জন্য ৩ বছর ধরে আমরা কাজ করছি। যার অংশ ইতিমধ্যে উপজেলার ৩’শ ৩২ টি সড়ক পাকা হয়েছে,২২ টি ব্রীজ নির্মিত হয়েছে। শতকরা ৮০ ভাগ বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। আগামী মাসের মধ্যে অবশিষ্ট সংযোগ দেয়া সম্ভব হবে। সরকার নারী শিক্ষায় উপবৃত্তি দিচ্ছে। ইউনিয়ন তথ্য কেন্দ্র গুলোতে সরাসরি সাধারন মানুষের সেবা পাবার বিষয়টি আমি নিজে গতকাল প্রত্যক্ষ করেছি। কমিউনিটি ক্লিনিকগুলোতেও মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের দৃশ্যও স্বচক্ষে দর্শন করেছি। কিভাবে মা ও শিশুরা দলবেঁেধ এসে কমিউনিটি ক্লিনিকে সেবা নিচ্ছে। এজন্য এসব ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ দেয়া হয়েছে”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-আহমেদ হোসেন,জাতীয় ক্রীকেট বোর্ডের পরিচালক এ্যাড আনোয়ারুল ইসলাম,জেলা আ,লীগের সিনিয়র সদস্য ছায়াদক হোসেন বকুল,উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ আজজুল ইসলাম রাঙ্গা, পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আ,লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু,স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম রনতু ও উপজেলা জাপার সম্পাদক নুর আলম যাদু, আ,লীগ নেতা রুহুল আমীন বিএসসি প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়াজিত এক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ। এ সময় প্রধান অতিথি  স্পিকার সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারামপুর জুনিয়র স্কুলের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর, পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার, মুক্তিযোদ্ধা ভবন, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ব্রীজ/কালভাট, কাবিলপুর, বড় আলমপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনসহ মাদারগঞ্জ ডিগ্রি কলেজের দ্বি-তল ভবনের উদ্বোধন করেন। এছাড়া সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সমাবেশে ড. শিরীন শারমীন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের সেলাই প্রশিক্ষন কেন্দ্র স্থাপন ও একটি ষ্টেডিয়াম নির্মানের প্রতিশ্রতি দেন। এ সময় রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভিন, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আজিজুর রহমান রাঙ্গাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন