অভিষিক্ত ব্যাটার কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি কোহলির
অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগিয়ে বিত-ায় জড়িয়েছিলেন কোহলি। তখনই ধারনা করা হচ্ছিল জরিমানা তো বটেই নিষিদ্ধও হতে পারেন ভারতের সাবেক অধিনায়ক। তবে অল্পতেই পার পেয়ে গেছেন কোহলি। আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দিন দশম ওভার শেষে স্যাম কনস্টাস নন স্ট্রাইকিং প্রান্তের দিকে হেঁটে যাচ্ছিলেন। অন্যদিকে কোহলি কোণাকোনি এসে কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগান। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। আম্পায়ার ও উসমান খাজা এসে তাদের নিবৃত করেন। দিনের খেলা শেষে কোহলিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। সেখানে তাকে জেরা করার পর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। কোহলি এটা মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।