অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন সিরিসেনা?

226

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত ‘অসাংবিধানিক ও অবৈধ’ ঘোষণা করে রায় দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। গতকাল সাত সদস্যের সুপ্রিমকোর্টের বেঞ্চ এ রায় দেন। এর ফলে সিরিসেনার সম্ভাব্য অভিশংসনের পথ উন্মুক্ত হল। রায়ে বলা হয়, গত মাসে পার্লামেন্ট ভেঙে দিয়ে এবং আগাম নির্বাচন ডেকে সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট সিরিসেনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টানা ৭ সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট চলছে। ২৬ অক্টোবর সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে পদচ্যুত করে মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসালে সংকটের শুরু। পার্লামেন্টে কয়েক দফা অনাস্থা ভোটে পরাজিত হয়েছেন রাজাপাকসে। তারপরেও প্রেসিডেন্ট সিরিসেনা সাফ জানিয়েছেন, তিনি বিক্রমাসিংহের সঙ্গে কোনোভাবেই কাজ করতে রাজি নন।