অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি’র হাতে যুবক আটক
অবৈধভাবে গত ১০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর আজ দুপুর আড়াইটার দিকে পূণরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি’র হাতে আলমগীর(২৬) নামে এক বাংলাদেশী আটক হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, ২৩/৯ এস সীমান্ত পিলারের নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবশের সময় বিজিবি’র চ্যালেঞ্জের মুখে পালানোর চেষ্টাকালে জহুরপুরটেক বিওপি’র টহলদল ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশী করে কাতারের সিমকার্ড সহ একটি মোবাইল ফোন, ২০০ গ্রাম বাদাম ও ২ কেজি খেজুর পাওয়া যায়।
রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক আলমগীরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।