অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ। আজ দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে জাতীয় সংগিত ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মো. সায়েদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সবুর,সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সার্জেন্ট তোসলিম উদ্দীন ও অন্যান্য পদবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এইসব সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।