01713248557

অবশেষে  টানা চার জয়ের পর বাংলাদেশের হার

অবশেষে শ্রীলঙ্কায় জয়ের ধারা থামল বাংলাদেশ নারী ‘এ’ দলের। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে রাবেয়া খানের দল। হারের মুখ দেখলেও এর আগে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। কলম্বোয় আজ ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কিছুটা সামলান তাজ নাহার ও ওপেনার শামীমা সুলতানা। তবে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শামীমা আউট হওয়ার পরেই আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরে নাহারের ১৫ ও স্বর্ণা আক্তারের ২৮ রান শুধু দলের পরাজয়ের ব্যবধানই কমান। বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করে দলকে ১৯ রানের জয় এনে দেওয়ার পথে ২টি করে উইকেট নেন শ্রীলঙ্কার চার বোলার। শ্রীলঙ্কা সফরের শেষ টি-টোয়েন্টি আগামী ১৯ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের।