Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

অবশেষে জ্যোতিকা জ্যোতি

চলতি সময়ের ভার্সেটাইল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এরইমধ্যে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। তাও আবার নাটক ও চলচ্চিত্র দুই ক্ষেত্রেই। টানা কয়েক বছর খ- ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন জ্যোতি। আর অফ ট্র্যাকের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেও আলোচক-সমালোচকদের নজর কেড়েছেন। তবে গত প্রায় এক বছর ধরেই জ্যোতিকে নাটকে তেমন একটা পাওয়া যায়নি।
বিশেষ করে গতানুগতিক ধারার নাটকে কাজ না করার জন্যই নিজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি বিশেষ নাটকে অভিনয় করেছেন এ তারকা, যেখানে অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ ছিলো। তবে তার চাইতেও এ অভিনেত্রীর কাছে বড় বিষয় ছিল স্বপ্নের চরিত্রে অভিনয় করা। এর জন্য অনেক অপেক্ষাও করতে হয়েছে তাকে। যার ফলাফলও পেয়েছেন জ্যোতি। কলকাতায় ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ শীর্ষক ছবিতে অভিনয়ের সুযোগ এসেছে তার। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা হৃতিক চক্রবর্তীকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচার্য। এ ছবিটির জন্য জ্যোতি প্রস্তুতিও নিয়েছেন ব্যাপক। কয়েক মাস অবস্থান করেছেন কলকাতায়। তবে ছবিটির কাজ শুরু হবার খানিক দেরি হওয়ার কারণে দেশে আসেন এ অভিনেত্রী। সেই ফাঁকে ছোট পর্দার বিশেষ কিছু কাজের পাওয়া প্রস্তাব সেগুলোও করে ফেলেন। তবে খুব শিগগির জ্যোতি ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’র কাজে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এখন আমার ভাবনাজুড়ে কেবল ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। আমি যেহেতু রাজলক্ষ্মী চরিত্রে কাজ করছি তাই এখন নিজেকে এই চরিত্রের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে মনে হয় আমি জ্যোতি না, সত্যিই রাজলক্ষ্মী। এটা একটা দারুণ অনুভূতি। বলে বোঝানো যাবে না। কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে। ফাইনাল প্রস্তুতি চলছে এখন। বলতে গেলে স্বপ্ন পূরণের পথ থেকে দূরেই আছি। অবশেষে শেষে ক্যামেরার সামনে দাঁড়াবো, এটা ভেবেই ভালো লাগছে।

Exit mobile version