অবশেষে আসছে আফগান যুবারা, তিন দিন পেছাল সিরিজ

71

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরের কথা ছিল আগস্টের শেষে। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর তাদের সফর নিয়ে জাগে শঙ্কা। আপাতত সব শঙ্কার অবসান ঘটিয়ে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশে আসছে আফগান যুব দল।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান আবু ইনাম মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, ‘জটিলতার কারণে তারা যথাসময়ে আসতে পারেনি। কাল বিকালে বাংলাদেশে পৌঁছাবে আফগানিস্তান।’

এই সফরে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা আফগান যুবাদের। আগের সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে তারা আসতে দেরি করায় ৩ দিন পেছানো হয়েছে সিরিজ। নতুন সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

কায়সার বলেন, ‘আমরা নতুন সূচি করছি। তিন দিন পিছিয়ে ১০ সেপ্টেম্বর থেকে খেলা হবে। পূর্ণাঙ্গ সূচি আমরা জানিয়ে দিব।’ আফগান যুবাদের সঙ্গে বাংলাদেশ যুবাদের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।