অপ্রধান শস্য উৎপাদন বৃদ্ধির আহ্বান শিবগঞ্জ ইউএনও’র

71

‘‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পভুক্ত দলের সদস্যদের তিনদিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। প্রশিক্ষণে পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাব্বির আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত বলেন, অপ্রধান শস্যগুলো যদি ব্যাপকভাবে উৎপাদন করা যায়, তাহলে একদিকে আমদানি হ্রাস পাবে, অন্যদিকে সুফলভোগী সদস্যদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। কাজেই আমদানি নির্ভরতা কমাতে এবং আমাদের দেশীয় অপ্রধান ফসল উৎপাদনে জোর দিতে হবে। প্রশিক্ষণে ৪০ জন নারী ও পুরুষ কুষক অংশগ্রহণ করেন।