অপেক্ষার অবসান পরীমনির

1027

অপূর্ব রানা পরীমনিকে নিয়ে ‘ইনোসেন্ট লাভ’ নামে একটি ছবির কাজ দুই বছর আগে শুরু করেন। এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন জেফ। ছবিটির কাজ গত বছর শেষ হলেও মুক্তির জন্য অপেক্ষা করতে হয় পরীমনিকে। অবশেষে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি। ছবির পরিচালক অপূর্ব রানা বলেন, এখন দেশের চলচ্চিত্র আবারো ঘুরে দাঁড়িয়েছে। ছবিটি ১৬ই আগস্ট বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ছবিতে পরী ও জেফ দুজনই বেশ ভালো কাজ করেছেন। আমার বিশ্বাস, ছবিটি দর্শক পছন্দ করবেন। আমরা নভেম্বরে এটি মুক্তি দিতে চাই। পরীমনি বলেন, এটি আমার ক্যারিয়ারের প্রথম দিকের ছবি। এতে আমার চরিত্রের নাম থাকছে পরী। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। ভার্সিটিতে পড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। অবশেষে আমার অপেক্ষার অবসান হচ্ছে। ছবিটি এবার প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন। ছবির প্রযোজক রমিজ উদ্দিন বলেন, চলচ্চিত্রের বাজার অনেকদিন ধরেই মন্দা যাচ্ছিল। তাই ছবিটি মুক্তির বিষয়ে নিশ্চিত ছিলাম না। বর্তমানে ছবির বাজার ভালোর দিকে এসেছে। তাই ছবিটি মুক্তির জন্য মনস্থির করেছি। জাহিন চলচ্চিত্রের ব্যানারে এটি মুক্তি দেয়া হবে আর পরিবেশনায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। পরী ও জেফ ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ। এদিকে, আসছে ঈদে পরীমনি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। উল্লেখ্য, পরীমনি ঈদের আগে ‘বাহাদুরী’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। এ ছাড়া শাওকতের পরিচালনায় ‘নদীর বুকে চাঁদ’ ছবির কাজ কক্সবাজারে করেছেন। এদিকে পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ¦ালা’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।