অপর্ণা সেন নতুন ছবি নিয়ে যা বললেন

161

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ভারতে থেকে যোগ দিতে এসেছেন ‘তিন কন্যা’, ‘তিতলি’ বা ‘পারমিতার একদিন’ নামে ছবিগুলোর জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। ক্যামেরার সামনে ১৯৫৫ সাল থেকে তিনি অভিনয় করে আসছেন। প্রথমে ‘মেজ বউ’ এরপর ‘তিন কন্যা’ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই পান তারকাখ্যাতি। এরপর ১৯৮১ সালে বাংলা ও ইংরেজি ভাষায় প্রথম পরিচালনা করেন ‘৩৬ চৌরাঙ্গি লেন’ ছবিটি। এরপর ‘পারমিতার একদিন’, ‘মি. অ্যান্ড মিসেস ইয়ার’, ‘ফিফটেন পার্ক এভিনিউ’, ‘গয়নার বাক্স’ বা ‘সোনাটা’সহ বেশকিছু ছবি পরিচালনা করেন। রোববার এই তারকার উপস্থিতিতেই অঁলিয়স ফ্রঁসেজে শেষ হলো ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন কনফারেন্স’।
নারীরা কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত পান, বিভিন্ন ধরনের বাধার মুখে তাদের পড়ার কথা শোনা যায়। কিন্তু কাউকে আঘাত না করে হৃদয়ের কাছে দায়বদ্ধ থাকাটা জরুরি বলে মনে করেন অপর্ণা সেন। নিজেকে নারী নির্মাতা হিসেবে পরিচয় দিতে কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে উইমেন কনফারেন্সে অপর্ণা সেন বলেন, নারী-পুরুষের ব্যাপার নয়, আমার কাছে দিন শেষে মানুষ পরিচয়টাই মুখ্য। নারী নির্মাতা পরিচয়ে গর্ববোধ করি আমি। তবে আগে বেশ বিব্রতবোধ করতাম। সময়ের পরিবর্তন হয়েছে অনেক। আগে শুধু নারী নির্মাতা ভাবলেও এখন আমার পরিচয় স্বতন্ত্র। নিজের বক্তব্যে অপর্ণা সেন আরো বলেন, নারীরা এখনো পরিবার, সমাজ দ্বারা নিগৃহীত হয়। ধর্ষণ হচ্ছে, মেয়েদের পড়াশোনাও বাধার মুখে পড়ছে এখনো। কিন্তু তারপরও মেয়েরা নিজের যোগ্যতায় উঠে দাঁড়াচ্ছে। নিজের অধিকার আদায়ে কথা বলছে। এটা আমাকে বেশ অনুপ্রাণিত করে। সেই কথাই আমি বলি আমার ছবিতে। নারী চলচ্চিত্রকারদের এই সম্মেলনে আরও উপস্থিত
ছিলেন বাংলাদেশের অভিনেত্রী বিপাশা হায়াত ও তুরস্কের চলচ্চিত্র সমালোচক এলিন তাস্কিয়ান। এদিকে এবারের উৎসবে গতকাল জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘উইমেন ফিল্মমেকার সেকশন’-এ বিকাল ৫টা ৩০ মিনিটে অপর্ণা সেন অভিনীত ও পরিচালনায় প্রদর্শিত হয় ‘সোনাটা’ ছবিটি। এ ছবির পর নতুন কোনো ছবি পরিচালনার কথা কি তিনি ভাবছেন? চতুর্থ আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে এই
প্রশ্নের জবাবে অপর্ণা সেন বলেন, রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাস থেকে ছবি নির্মাণ করার ইচ্ছে রয়েছে আমার। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে। এর আগে এই উপন্যাস থেকে এ ছবি নির্মাণ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জির মতো বাঘা অভিনেতারা অভিনয় করেন। এ ছবিটি মুক্তি পায় ১৯৮৪ সালে। আমি এ ছবিটিই নতুন চিত্রনাট্যে দর্শকদের জন্য বানাতে চাই। ভারতের পাশাপাশি অনেকবারই এদেশের ছবিও পরিচালনা করতে চেয়েছিলেন তিনি। তবে নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি বলে জানান অপর্ণা সেন।