অন্যরকম দুই ইচ্ছে পূরণ

149

আমেরিকা প্রবাসী জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান ৫৫ দিনের জন্য দেশে এসেছিলেন গেল ডিসেম্বরে। গত ১লা ফেব্রুয়ারি রাত ১টার ফ্লাইটে আবার আমেরিকায় ফেরার উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। যাওয়ার আগে মানবজমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, এবার শুধুই বেড়ানোর লক্ষ্য নিয়ে এসেছিলেন। এরপরও তাকে দুটি নাটকে অভিনয় করতে হয়েছে। অবশ্য এতে তার লাভই হয়েছে। অভিনয় জীবনের দুটি অন্যরকম ইচ্ছে পূরণ হয়েছে তার।
প্রথমটি হচ্ছে বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করতে পারা। আর অন্যটি দুই সন্তান রায়ান ও ইলমার সঙ্গে নাটকে অভিনয় করা। রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকে ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন রিচি সোলায়মান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমারা যারা টিভি নাটকে অভিনয় করি তাদের অনেকেরই স্বপ্ন বা ইচ্ছে থাকে ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করার। আমারও তা ছিল। সেই ইচ্ছে অবশেষে পূরণ হলো। উল্লেখ্য, প্রতি শনি ও রোববার এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে ‘যখন কখনো’ প্রচার হয়। গত শনিবার থেকে রিচি অভিনীত পর্বের প্রচার শুরু হয়েছে। আজ নাটকটির ৪০তম পর্ব প্রচার হবে। এদিকে রিচি তার ছেলে রায়ান এবং মেয়ে ইলমার সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন সুমন আনোয়ারের নির্দেশনায়। আরটিভির বৈশাখের বিশেষ নাটক হিসেবে নির্মিত এটির নাম ‘২৫ এ বৈশাখ’। ছেলের সঙ্গে রিচি এর আগে নাটকে অভিনয় করলেও মেয়েকে নিয়ে এবারই তার প্রথম অভিনয়।