অনেক দিন পর ন্যান্সি

965

অনেক দিন ধরেই নতুন গানে নেই দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। চলচ্চিত্র তো বটেই, নতুন অডিও গানেও পাওয়া যায়নি তাকে। তবে সম্প্রতি ন্যান্সি ভক্তরা অনেক দিন পর এ শিল্পীর নতুন গান পেয়েছেন। তাও আবার হাবিব ওয়াহিদের সঙ্গে। গানটির নাম ‘তোরই জানালায়’। সুহৃদ সুফিয়ানের কথায় এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব।
এর মাধ্যমে আবারো হাবিব-ন্যান্সি জুটির নতুন গান পেলো শ্রোতারা। গানটির বেশ ভালো সাড়াও মিলছে বলে জানিয়েছেন ন্যান্সি। তিনি বলেন, আমি যত গানই করি না কেন, হাবিব ভাইয়ের সঙ্গে আমার গান প্রকাশ হলে সেটার প্রতি শ্রোতাদের আলাদা একটি আগ্রহ থাকে। ‘তোরই জানালায়’ গানটির বেলায়ও তেমনটাই হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই অনেক ভালো সাড়া মিলছে। সব মিলিয়ে আমি বেশ সন্তুষ্ট গানটি নিয়ে। এদিকে ন্যান্সির জন্মদিন ছিল গেল মঙ্গলবার। তবে তেমন আয়োজন ছিল না। পুরো দিনটি স্বামী ও দুই মেয়ের সঙ্গেই কাটিয়েছেন ন্যান্সি। এ বিষয়ে তিনি বলেন, আসলে বয়স বাড়ছে, আয়ু কমছে। এই দিনটি আমি খুব একটা উদযাপন করি না। তবে আমার পরিবার ও আশপাশের কাছের ও পরিচিত মানুষরা আমাকে যে ভালোবাসা জানান জন্মদিনে, সেটি অনেক দামি আমার কাছে। এবারো তেমনটাই হয়েছে। ফোনে-ফেসবুকে অসংখ্য শুভেচ্ছা পেয়েছি। আমি কৃতজ্ঞ সবার প্রতি। অন্যদিকে ন্যান্সি এরইমধ্যে গানের পাশাপাশি নতুন একটি কাজ শুরু করেছেন। ময়মনসিংয়ে নিজের বাড়ি গড়েছেন তিনি আগেই। আর সেই বাড়ির নিচতলায় তিনি মায়ের নামে একটি কমিউনিটি সেন্টার গড়েছেন। ২৫০০ স্কয়ার ফিটের এ কমিউনিটি সেন্টারের নাম রেখেছেন জোৎস্না কমিউনিটি সেন্টার। ২০১২ সালে ন্যান্সির মা জোৎস্না হক মারা যান। মায়ের অনুপ্রেরণাই আজকের ন্যান্সি হতে সব থেকে বেশি সহায়তা করেছিল। মায়ের জন্য একটি গানও করেছিলেন তিনি। এবার কমিউনিটি সেন্টার করলেন তিনি। ন্যান্সি বলেন, মায়ের নামে কমিউনিটি সেন্টার করতে পেরে ভালো লাগছে। কারণ আমার গানের জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা ছিলেন তিনি। আমাদের এই কমিউনিটি সেন্টারে যে কোনো বড় আয়োজন খুব সুন্দরভাবে করা যাবে।