অনূর্ধ্ব-১৯ এ ১৬ জনের স্কোয়াড ঘোষণা বিসিবির
ঘরের মাঠে একটি তিনদিনের এবং ৪টি ওয়ানডে ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরো চার ক্রিকেটার। কালাম সিদ্দিকী অ্যালেন ৩ দিনের ম্যাচ এবং প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। শেষ দুই ওয়ানডেতে নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে ৩ দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে ম্যাচ। শেষ দুই ওয়ানডে ম্যাচের ভেন্যু ঢাকার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আগামী ১৭ অক্টোবর ঢাকায় পা রাখবে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল এবং ২০ অক্টোবর মাঠে গড়াবে তিন দিনের ম্যাচ। এরপর ২৫ এবং ২৭ অক্টোবর হবে প্রথম দুই ওয়ানডে। সফরকারীরা ২৮ অক্টোবর ঢাকায় ফিরবে। এরপর আগামী ৩০ অক্টোবর ও ১ নভেম্বর মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ। সফরকারীরা ২ নভেম্বর ত্যাগ করবে বাংলাদেশ।