অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় ৪টি ক্রিকেট অ্যাকাডেমির ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় ইন্টার ক্রিকেট গার্ডেন দলকে ৯ উইকেটে পরাজিত করে স্পোর্টস ইউনিটি দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়দের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফানসুর রহমান, মো. রিজয়ান ও মো. খালেকুজ্জামান, ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য মো. সায়েম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।