অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালকদের ১১ দিনের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।