অনুমতি পেল ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’

169

ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী দুদু মিয়া। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন অন্যতম মহানায়ক। দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনি নিয়ে ‘দুদু মিয়া’ নামে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন পরিচালক ডায়েল রহমান। কিন্তু দুদু মিয়ার পরিবারের অনুমতি না পাওয়ায় সিনেমাটির গল্পে কিছুটা পরিবর্তন করে ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ নামে এর নির্মাণ কাজ শেষ করেন তিনি। গত ২৭ জুন সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। তার বিপরীতে অভিনয় করেছেন উপস্থাপিকা ও ছোটপর্দার অভিনেত্রী নওশীন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। পরিচালক ডায়েল রহমান জানান, ২০১২ সালের ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করেন তিনি। এরপর বিভিন্ন কারণে থেমে থেমে শুটিং হয়েছে। তবে শুটিং বিলম্বের অন্যতম কারণ দুদু মিয়ার পরিবারে অনুমতি না পাওয়া। দীর্ঘদিন অপেক্ষার পরও দুদু মিয়ার পরিবারের অনুমতি না পেয়ে সিনেমাটির গল্পে পরিবর্তন আনা হয়েছে বলে জানান এই নির্মাতা।