অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক খন্দোকার আব্দুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন
চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক মৃত খন্দোকার আব্দুর রহমানের স্ত্রী মোসা. সালেহা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর বড় ছেলে ও গুল-গোফুর উচ্চ বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক খন্দোকার আব্দুল ওয়াহেদ জানান, আজ ভোর পৌনে পাঁচটার দিকে বাদ্ধক্যজনিত কারণে অনুপনগরে অবস্থিত নিজ বাড়িতে মারা যান তিনি।
মৃত্যুকালে ২ ছেলে সহ অসংখ্য অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫ টায় অনুপনগর সরকারি গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়োজক নয়ন আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।