অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান রাজশাহী কলেজের সাবেক শিক্ষক, লেখক, গবেষক অধ্যাপক গোলাম কবির মো. নূরুল হুদার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ শিক্ষক, মরহুমের ছাত্রসহ বহু মানুষ অংশগ্রহণ করেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন)। অধ্যাপক গোলাম কবির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লার মাওলানা হেশাম উদ্দিনের ছেলে এবং প্রয়াত সাংবাদিক অধ্যাপক জিকেএম শামসুল হুদার ছোট ভাই ও সাংবাদিক শহীদুল হুদা অলকের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।