অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে সচিবালয়ে আন্দোলনকারীদের বৈঠক শুরু হয়েছে।  মঙ্গলবার (২৮ মে) বেলা পৌনে ৩টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত সচিব অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে নুরুল ইসলাম, বাদীউল কবিরসহ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভ করেন তারা। এদিন সচিবালয়ে বিজিবি, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তীব্র আন্দোলনের মধ্যে মঙ্গলবার ভূমি সচিবকে প্রধান করে সাত সচিবের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।