অদ্ভুত রোনালদোর লাল কার্ড

142

চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর লাল কার্ড দেখাটা অদ্ভুত ঠেকছে তার ইউভেন্তুস সতীর্থ মিরালেম পিয়ানিচের কাছে। বুধবার ম্যাচের ২৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জেইসন মুরিয়োকে হালকা ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন ইউভেন্তুসের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রোনালদো। ১০ জন নিয়ে খেলেও দুই অর্ধে পিয়ানিচের দুটি সফল স্পট কিকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমাতে ব্যর্থ হন ভালেন্সিয়ার অধিনায়ক দানি পারেয়ো। রোনালদো লাল কার্ড দেখায় বিস্মিত হয়েছিলেন বলে ক্লাবের ওয়েবসাইটে জানান বসনিয়ার মিডফিল্ডার পিয়ানিচ। “ফুটবল একটা আজব খেলা। শুরুর সময়টার পর আমরা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারতাম। কিন্তু তারপরই ওই অদ্ভুত লাল কার্ডটা এল।” “এটা ছিল ২০১৬ সালে লিওঁর বিপক্ষে ম্যাচটার মতো। আমরা দৃঢ়তা দেখিয়েছিলাম এবং ফাইনালে পৌঁছাতে যে আত্মবিশ্বাস প্রয়োজন ছিল তা খুঁজে পেয়েছিলাম। সেটাই আমাদের আবারও করা দরকার।” বুধবার ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে পল পগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের সমান তিন পয়েন্ট সেরি আ চ্যাম্পিয়নদের।