Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও লালসালুতে মূল্য তালিকা না থাকায় জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বিএডিসি সার ডিলার মেসার্স রাসেল ট্রেডার্সকে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রি এবং লালসালুতে মূল্যতালিকা লিখে না রাখায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম জানান, বুধবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঝিলিম ইউনিয়নের বিএডিসি সার ডিলার মেসার্স রাসেল ট্রেডার্সকে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রি এবং লালসালুতে মূল্যতালিকা লিখে না রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে ওই ডিলারকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরামসহ উপসহকারী কৃষি অফিসার।

Exit mobile version