Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

অক্ষয়ের সিনেমা অস্কারে যাচ্ছে

গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মিশন রানিগঞ্জ’। আট দিনে এই সিনেমার আয় মাত্র ২৫ কোটি রুপি। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও সিনেমার গল্পের জন্য অস্কারে পাঠানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। সিনেমাটি যদি অস্কারে মঞ্চে যেতে পারে তাহলে এটি হবে অস্কারের যাওয়া অক্ষয়ের প্রথম সিনেমা।

১৯৮৯ সালের ১১ নভেম্বর, ভারতের রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে ঘটা ভয়াবহ দুর্ঘটনায় যশবন্ত সিং গিলের সাহসিকতা ও বীরত্বের গল্প ভারতের মানুষ এখনো ভুলেনি। ইঞ্জিনিয়ার পদে কর্তব্যরত যশবন্ত সিং একা রক্ষা করেছিলেন ৬৫ জন খনিশ্রমিককে। ৩৪ বছরের আগের সেই ঘটনাকেই বড় পর্দায় তুলে ধরেছেন টিনু সুরেশ দেশাই। এই সিনেমাতে যশবন্তের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। শিখ যশবন্তের চরিত্রে তাকে বেশ মানিয়েছে বলেও দাবি অনেকের। এই সিনেমার শুটিং মূলত হয়েছে রানিগঞ্জ-আসানসোল-দুর্গাপুর কয়লাঞ্চলে। সিনেমাতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। গতবছর এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ স্বাধীনভাবে অস্কারে পৌঁছায়। এবং ভারতের জন্য নিয়ে আসে পুরস্কার। এবার একই রাস্কা ধরলেন অক্ষয়।

Exit mobile version