অক্টোবরে বিপিএল শুরু

159

চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচি এগিয়ে আসবে আগেই জানিয়েছিল বিসিবি।  বিসিবির পরিচালকদের বোর্ড সভায় বিপিএলের ষষ্ঠ আসর আয়োজনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল আগামি ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রস্তাব করলেও অক্টোবরের শুরু থেকেই খেলা আয়োজন করতে চায় বিসিবি।
আগামী দুই বছরের মেয়াদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পদে মনোনয়ন দিবে বাংলাদেশ। গতকাল বোর্ড সভায় এসিসির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের নাম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তাই চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতি হতে যাচ্ছেন বিসিবি বর্তমান সভাপতি। এ ছাড়া দেরাদুনেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
অসুস্থতার কারণে সিঙ্গাপুরে রয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তার অনপুস্থিতিতেই গতকাল বিপিএলের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবি সভাপতি সভা শেষে জানিয়েছেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা প্রস্তাব এসেছিল। সেটা সবাই সম্মতি দিয়েছে। আমরা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারিখ ফাইনাল করেছি। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তারিখ ছিল। আমরা চেষ্টা করবো ১ তারিখ থেকে শুরু করা যায় কিনা।’
ষষ্ঠ আসরে একাদশে চারজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। গত বছর যা পাঁচজন ছিল। আগের বছরের দল থেকে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি দল। আগে শুধু স্থানীয় ক্রিকেটার ধরে রাখা যেত, এবার ধরে রাখার তালিকায় বিদেশি ক্রিকেটারও রাখতে পারবে দলগুলো।
নাজমুল হাসান পাপন বলেছেন, ‘চারজন রিটেইন করতে পারে। ফরেন বা লোকাল। ফ্রাঞ্চাইজি চারজন লোকাল কিংবা চারজন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারে। কম্বিনেশনেও করতে পারবে। ৫ জন ফরেন ক্রিকেটার খেলেছিল শেষ বিপিএলে। এবার চারজন খেলবে।’
অতীতে এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিন বাংলাদেশি। তারা বিসিবিরও সাবেক সভাপতি। তারা হলেন; আনিসুল ইসলাম মাহমুদ, আলী আসগর লবী ও আহম মুস্তফা কামাল। এবার নাজমুল হাসান পাপন হবেন চতুর্থ বাংলাদেশি।
গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘এসিসিতে সামনের সভাপতি হবে বাংলাদেশ থেকে। ওখানে আমাদের একটা নাম সুপারিশ করতে হবে আমাদের থেকে। আজকের (গতকাল) বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে আমার নামটাই পাঠাচ্ছে বাংলাদেশের তরফ থেকে।’
ওয়ানডে নয় আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টিই খেলবে বাংলাদেশ। ভেন্যু ভারতের দেরাদুন ধরেই এগুচ্ছে সিরিজের পরিকল্পনা। তবে সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিসিবি সভাপতি বলেছেন, ‘আফগানিস্তানের তারিখ এখনও ফাইনাল হয়নি। প্রতিশ্রুতি আছে যে আমরা খেলব ওদের সঙ্গে। এবং আমরা ওদের সঙ্গে টি-টোয়েন্টি খেলব। কথা হচ্ছে তিনটা খেলব না চারটা খেলব। আমরা তিনটার কথা বলেছি ওরা চারটার জন্য অনুরোধ করেছে। ভেন্যু দেরাদুন আছে।’