৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

বৈষম্যমুক্ত ৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. ওবায়দুর ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একরামুল হক, সহসভাপতি মো. সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আবুল কালাম আজাদসহ অন্য কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।