৮ হাজার রানের মাইলফলক স্পর্শ তামিম

92

রও একটি রেকর্ড তামিম ইকবালের ব্যাটে। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে তিনি এমন কিছু করলেন, যা বাংলাদেশের ক্রিকেটে আগে করতে পারেননি কেউ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডেতে ৬২ রানের ইনিংস খেলার পথে অনন্য এই রেকর্ডে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ৭ হাজার ৯৪৩ রান নিয়ে হারারেতে মাঠে নেমেছিলেন দেশসেরা ওপেনার। মাইলফলক ছুঁতে সিকান্দার রাজার করা ইনিংসের ২৪তম ওভারের শেষ বলে চার হাঁকিয়ে তামিম ইতিহাসের পাতায় নিজেকে জড়িয়ে নেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩তম ক্রিকেটার হিসেবে তামিম ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ১১তম বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের সুপারস্টার। এছাড়া ওপেনার হিসেবে নবম এবং ষষ্ঠ বাঁহাতি ওপেনার হিসেবে ৮ হাজার রান করেছেন তামিম।