৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আজ বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে মিছিলটি বের করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা প্রদক্ষিণ করে সেতুর বারঘরিয়া প্রান্তে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাদদেশে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক টেকনোলজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র আব্দুর রাহিম, ৭ম সেমিস্টারের ছাত্র মো. রবিন, একই সেমিস্টারের ছাত্র মো. মুসফিক, মেকাট্রনিকস টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মেহদী, আরএসি টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মো. সালমান। বক্তারা অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান। এর আগে গত গতকাল রাতে মশাল মিছিল করা হয়।