৬ উইকেটের ব্যবধানে সিলেটের হার

24

বিপিএলের সিলেট পর্বের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। আজ দুপুরে শুরুতে ব্যাট করতে নেমে রংপুরের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯২ রান তুলতে পেরেছিল মাশরাফির সিলেট। ৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রংপুরের ওপেনার রনি তালুকদার করেছেন ৩৮ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার নাঈম শেখ ২১ বলে করেছে ১৮ রান। আর ১৩ বলে ১৮ রান করেছেন মোহাম্মদ নওয়াজ। এর আগে রংপুরের বোলিং তোপে উড়তে থাকা সিলেট থেমেছিল ৯২ রানে। আর নির্ধারিত ২০ ওভারে এই রান তুলতে সিলেটের খোয়া যায় ৯ উইকেট। রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নিয়েছেন ৩ উইকেট, দিয়েছেন মাত্র ১৭ রান। তার চেয়ে ভালো বল করেছেন বাংলাদেশের হাসান মাহমুদ। তিনি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।