01713248557

৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ ব্যাটালিয়ন রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫২০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এ সময় তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহপরিচালকের এই নির্দেশনায় আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তেলকুপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।