৩৬৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

ঢাকা টেস্টে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে ২১১ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলামের ফিফটিতে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এতেই ৩৬৭ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।