01713248557

৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। তবে এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তিনি আরও বলেন, সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে। সচিব বলেন, সম্পদের বিবরণী অতিগোপনীয় বিধায় এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।