মামলাসহ নানাবিদ জটিলতার কারণে স্থগিত ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ৩৩টি ইউনিয়ন পরিষদের ৭টি চেয়ারম্যানসহ বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচন আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় শনিবার এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনায়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১২ জুন। যেসব ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়া ও বাচোর। টাংগাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, ফুলবাগচালা এবং সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর। বরিশালের মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক, লতা, জয়নগর, চর একারিয়া, গোবিন্দপুর, শ্রীপুর ও আলিমাবাদ এবং ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর)।