01713248557

২০ বছরের ছোট সারার সঙ্গে রণবীরের রোমান্স, হতাশ নেটিজেনরা

নতুন সিনেমার কাজ নিয়ে শুটিং ফ্লোরে ফিরছেন বলিউড অভিনেতা রণবীর সিং। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন আদিত্য ধর। গুঞ্জন উড়ছে, সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন ১৯ বছর বয়সি অভিনেত্রী সারা অর্জুন। সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন সারা অর্জুন। নতুন এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রণবীরের রোমান্স মেনে নিতে পারছেন না নেটিজেনরা; কেউ কেউ হতাশ, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।  রণবীর-সারা জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডিটে। অনেক ভক্তই এ খবরে অখুশী। একজন লেখেন, “রণবীর সিংয়ের ‘ব্যান্ড বাজা বারাত’ (রণবীরের অভিষেক সিনেমা) সিনেমা যখন মুক্তি পায়, তখন সারার বয়স মাত্র ৫ বছর।” আরেকজন লেখেন, ‘৩৯ বছর বয়সি রণবীর একটি টিন-এজ মেয়ের সঙ্গে!’ রণবীর কিংবা সারা ভক্তরা নতুন খবরে হতাশ হলেও এ নিয়ে কেউ-ই মুখ খুলেননি।  থ্রিলার-অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একজন ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। গল্পে দেখা যাবে, দায়িত্ব নিয়ে পাকিস্তান মিশনে গিয়েছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপালকে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিনেমাটি। বলিউড অভিনেতা রাজ অর্জুনের কন্যা সারা অর্জুন। ২০১১ সালে ‘৪০৪’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘জয় হো’-এর মতো সিনেমায় অভিনয় করেন। এ পর্যন্ত তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।