১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আসাম

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে অন্তত ১৫ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, আসাম থেকে ১৫ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।এক্সে দেওয়া পোস্টে আসামের এই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আসাম গভীর রাতে পার্টি নয়, গভীর রাতে ফেরত পাঠিয়ে দেয়। ঠিক সেটাই হয়েছে; আমাদের সদাসতর্ক থাকা নিরাপত্তা বাহিনী অবৈধ অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশিকে নির্বিঘ্নে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।তিনি বলেন, ‘‘মনে রাখবেন, আপনারা নিজেদের মতো আসতে পারেন, কিন্তু যাবেন আমাদের শর্তে। সীমান্ত সতর্ক রয়েছে। আইন সক্রিয় রয়েছে। দারুণ কাজ।তবে কোন জেলা থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানাননি আসামের এই মুখ্যমন্ত্রী।
সূত্র: সিয়াসাত।