চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক-চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা। তার পুত্র মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান নির্মাণ করেছেন ‘রাইয়ান’ নামে সিনেমা। সিনেমাটি ১১ আগস্ট সারাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ইউল রাইয়ান। প্রযোজনা করছেন মাসুদ পারভেজ। রাইয়ান বলেন, সিনেমা শিল্পের একজন সংগ্রামী গল্প লেখকের যাপিত জীবন ও কর্মজীবনের প্রতিটি পদক্ষেপের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। সেই প্রতিবন্ধকতা অতিক্রম করার জন্য সে সংগ্রাম সেই ঘটনাগুলো উপজীব্য করে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এ সিনেমার গল্পে উপভোগ করার মতো বিষয় রয়েছে। দর্শক সিনেমাটি দেখে বহুদিন পর বাংলা সিনেমার গল্পে নতুনত্বের ছোঁয়া খুঁজে পাবেন বলেও জানিয়েছেন নির্মাতা। সোহেল রানা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন রাইয়ান, নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ প্রমুখ।