01713248557

হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর এলাকায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, রাম-সীতা মন্দিরের পুরোহিত শ্রী চন্দন পান্ডে, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতেন চৌধুরী। ২৫০টির বেশি ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে অর্জুন, কাঞ্চন, কাঁঠাল, জলপাই, পেয়ারা, লেবু, কৃষ্ণচূড়া, পলাশ, শিউলি, বকুল ইত্যাদি রয়েছে। এসময় বক্তারা বলেন- আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ক্ষৃক্ষ রোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।