হাসপাতালে ভর্তি তামিল সুপারস্টার রজনীকান্ত

208

  রজনীকান্তকে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি একটি সিনেমায় শুটিং করার সময় চারজন ক্রু করোনা আক্রান্ত হওয়ার পর এবার অসুস্থ হয়ে পড়েছেন এ মহাতারকা।

করোনার কোনও উপসর্গ দেখা না দিলেও অভিনেতার শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে হেরফের হতে থাকে। তাই আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তচাপের সমস্যা ছাড়া তার বাকি সব স্থিতিশীল আছে।

‘অন্নাঠি’ সিনেমার শুটিং সেটের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রজনীকান্তের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা। সিনেমাটির প্রোডাকশন হাউজ সান পিকচার্স টুইটারে জানায়, চারজন করোনায় আক্রান্ত হওয়ার পরপরই শুটিং বন্ধ করে দেয়া হয়েছে।