হানিয়ার জন্য শুভ নয় ২০২৬ সাল

পাকিস্তানের সবচেয়ে আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে ফের উচ্ছ্বাসে মেতেছে ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, দুজন নাকি গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রিয় তারকা জুটির এই খবরে ভক্তদের আনন্দের শেষ নেই। তবে এই সুখবরের মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক জ্যোতিষীর করা ‘সতর্ক’ ভবিষ্যদ্বাণী।
কী বললেন জ্যোতিষী?
সম্প্রতি অভিনেত্রী নাদিয়া খানের উপস্থাপনায় জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘রাইজ অ্যান্ড শাইন’-এ উপস্থিত হন জ্যোতিষী সামিয়া খান। সেখানে তিনি হানিয়া আমিরের জন্মছক, রাশিফল ও জ্যোতিষ গণনা (জাইচা) বিশ্লেষণ করে একটি চমকপ্রদ মন্তব্য করেন। তাঁর মতে, ২০২৬ সাল হানিয়ার বিয়ের জন্য শুভ নয়। এই সময়ে বিয়েতে জড়ালে সম্পর্কে ভাঙনের ঝুঁকি রয়েছে, যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপাতত দুজনেরই উচিত ক্যারিয়ারে মনোযোগী হওয়া।
আরও জ্যোতিষীর মতামত : এদিকে আরেক জ্যোতিষী কিরণ চৌধুরী দাবি করেন, তিনি অতীতেই হানিয়া আমিরের বিচ্ছেদের পূর্বাভাস দিয়েছিলেন, যা পরবর্তীতে সত্যি হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, হানিয়া আবারও পুরোনো সম্পর্কে ফিরতে পারেন এবং চলতি বছরই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তবে ভিন্ন মত দিয়েছেন জ্যোতিষী আলি মুহাম্মদ। তিনি বলেন, “হানিয়া আমিরের জীবনে প্রেম রয়েছে, কিন্তু নিকট ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা আমি দেখছি না।”
অফিশিয়াল নিশ্চয়তা নেই : এত গুঞ্জন ও ভবিষ্যদ্বাণীর মাঝেও এখনো পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তাঁদের টিমও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।হানিয়া ও আসিমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর আসিম আজহার অভিনেত্রী মেরুব আলির সঙ্গে বাগদান করেন, যা ২০২৫ সালের জুনে ভেঙে যায়। এই ঘটনার পরই আবারও হানিয়া–আসিমের পুনর্মিলনের খবর জোরালো হয় এবং সেখান থেকেই নতুন করে বাগদান ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে, সত্যিই কি বিয়ের ঘণ্টা বাজতে চলেছে নাকি আবারও তা থেকে যাবে গুঞ্জনের মধ্যেই এ প্রশ্নের উত্তর পেতে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদেরই।