01713248557

হজ শেষে দেশে ফিরেছেন ৪৫ হাজার হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৫ হাজার ৪৩২ জন। তাঁরা ১১৫টি ফ্লাইটে দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৫টি, সৌদি এয়ারলাইন্স ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৪২টি ফ্লাইট পরিচালনা করে। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৩ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় দুজন মারা যান। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন। গত ১৫ জুলাই পবিত্র হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত এই ফ্লাইট চলবে। এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।